কেশতলা দারুল ইহসান দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

কেশতলা দারুল ইহসান দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের কেশতলা দারুল ইহসান দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকালে মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।  মাদরাসা সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান মেহমান ছিলেন নাঙ্গলকোট কামিল মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল আমিন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কেশতলা দারুল ইহসান দাখিল মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা জালাল আহম্মেদ।
মাদরাসা শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও ছাত্র নেতা রবিউল ইসলামের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিলিপ আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা ছালেহ আহম্মেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম, নাঙ্গলকোট উপজেলা জাতীয় ইমাম সমিতি সভাপতি মুফতি অলি উল্লাহ, নাঙ্গলকোট কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা মাসুদুল হাছান, মিরপুর জান্নাতুল বাকী কাওমী মাদরাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জয়নাল আবেদীন, সমাজ সেবক মাওলানা আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। পরে প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ