কুমিল্লা-১১ নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহাল সংগ্রাম পরিষদ কমিটি গঠন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

কুমিল্লা-১১ নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহাল সংগ্রাম পরিষদ কমিটি গঠন

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লা-১১ নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহালের দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম পরিষদ নামে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়াকে। এছাড়া উপদেষ্টা করা হয় সাবেক সচিব আবু তালেব, অতিরিক্ত সচিব আতাউর রহমান, এডভোকেট সালাহ উদ্দিন খন্দকার, ডক্টর দেলোয়ার হোসেন, মিয়া মোহাম্মদ ইদ্রিস, এডভোকেট আহসান উল্লাহ খন্দকার, সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ মিয়াজী, এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, শামসুল আলম মোহন, অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন আহম্মেদ, নুরুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপন, মৌকরা দরবারের পীর মাওলানা নেছার উদ্দিন, অধ্যক্ষ রাশেদুজ্জামান-সহ ৬১ জনকে উপদেষ্টা করা হয়।
সংগ্রাম পরিষদের আহবায়ক কমিটিতে সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপুকে আহবায়ক করা হয়। এছাড়া যুগ্ন আহবায়ক আলী আক্কাস চেয়ারম্যান, শহিদ উল্লাহ কাসেম, এডভোকেট শাহাদাত হোসেন দুলাল, কলিমুল্লাহ চেয়ারম্যান, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, অধ্যক্ষ নিজাম উদ্দিন, ডাক্তার মাঈন উদ্দিন বাহার, অধ্যাপক খোরশেদ আলম, আজিম উদ্দিন মাকসুদ, তাজুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর মন্টু, ছালেহ আহম্মেদ ও সদস্য সচিব সায়েম মজুমদার শিপু-সহ ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসূল, অধ্যাপক মাহবুবুল হক, সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, ডাক্তার মাঈন উদ্দিন বাহার, অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপন, অধ্যাপক খোরশেদ আলম, ইসহাক মিয়া, কাজী শাহ আলম প্রমূখ।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্য কুমিল্লা-১১ নাঙ্গলকোট স্বতন্ত্র সংসদীয় আসন পুনর্বহান করা না হলে সংগ্রাম পরিষদের মাধ্যমে মানববন্ধন-সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ