কুমিল্লা-১০ সংসদীয় আসনের বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

কুমিল্লা-১০ সংসদীয় আসনের বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণা উদ্বোধন

স্টাফ রির্পোটার-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ কংগ্রেস দলীয় (ডাব) প্রতীকের প্রার্থী সাংবাদিক নেতা মোহাম্মদ কামরুজ্জান বাবলু নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সাথে রবিবার দুপুরে মত বিনিময় সভায় মিলিত হন। নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান বাবলু।
সাংবাদিক এইচ এম মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সদস্য ও প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঈম উদ্দিন, সাংবাদিক আবুল খায়ের, শাহজাহান, সাইফুল ইসলাম, মহিবুল ইসলাম, ওমর ফারুক, রতন মজুমদার, আব্দুর রহিম বাবলু, মুকুল মজুমদার, ইলিয়াছ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমগীর, আবুল কালাম আজাদ প্রমুখ।
মতবিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে নাঙ্গলকোট লোটাস চত্বর এলাকায় ডাব প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ