কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথির নিকট আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র হস্তান্তর করেন প্রার্থী ইয়াছিন আরাফাত।
মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াত প্রার্থী মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাতের বক্তব্য কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমারি মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, বৃহত্তর রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, সাবেক আমির মাস্টার আব্দুল করিম, পৌরসভা আমির হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মসজিদ মিশন সভাপতি মাওলানা খলিলুর রহমান, পেরিয়া ইউনিয়ন জামায়াত আমির মুফতি আহমেদ উল্লাহ নোমান আনোয়ারী, মক্রবপুর ইউনিয়ন আমির ডাক্তার বেলাল হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাস্টার সায়েদুল হক, আদ্রা দক্ষিণ ইউনিয়ন আমির মাস্টার শফিকুর রহমান, বটতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি ডাক্তার কাজী ফয়েজ উল্লাহ মুন্না, জামায়াত নেতা মাওলানা খন্দকার নুরুজ্জামান, দেলোয়ার হোসেন প্রমুখ।