কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের কালেম-কেশতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাতেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠান শুরুতে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রাব্বি ফরায়েজি ক্রিকেট একাদশ বনাম আখিঁ জুয়েলার্স ক্রিকেট একাদশ। খেলায় বিজয়ী হন রাব্বি ফরায়েজি ক্রিকেট একাদশ।
নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক নয়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জালাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল লতিফ, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আবুল হোসেন, সাদেক হোসেন, মন্তলী কলেজ ছাত্রদল সভাপতি ও রাব্বি ফরায়েজি ক্রিকেট একাদশ অধিনায়ক সাজ্জাদ হোসেন রাব্বি, আখিঁ জুয়েলার্স ক্রিকেট একাদশ অধিনায়ক রফিকুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন মাসুদ আলম ও ফিরোজ আহমেদ।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দল এবং খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।