কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি লাভ করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইন্সটিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ মফিজুর রহমান।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলকলি মডেল একাডেমি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কান্দাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, সাবেক মেম্বার মহিন উদ্দিন মিজু, মাওলানা মোস্তফা, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা শ্রমিক দল সহ সভাপতি ওমর ফারুক, বর্তমান মেম্বার মোহাম্মদ শহিদ উল্লাহ, বিএনপি নেতা রফিক উল্লাহ, সাবেক মেম্বার আইয়ুব আলী, কান্দাল দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা কামাল হোসেন, হাফেজ আব্দুল হক, মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, সোয়াব গাজী, সাদ্দাম হোসেন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মাওলানা যোবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী সিদ্দিকুর রহমান, দৌলখাঁড় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, ইউনিয়ন যুবদল সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী খোকন, সৈয়দ আলী মাল্টিলেটারেল মডেল টেকনিক্যাল ইন্সটিটিউট পরিচালক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।