প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
স্টাফ রির্পোটার:
পথশিশু-ভাসমান শিশু-অটিস্টিক শিশুদের প্রিয় প্রতিষ্ঠান ‘একটু হাসি ইশকুল’র নাঙ্গলকোট রেলস্টেশন শাখার সাপ্তাহিক ক্লাস (০২.০৯.২৩) শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে স্টেশন ফ্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ক্লাস নেন- একটু হাসি ইশকুলের শিক্ষক আজিম উল্যাহ হানিফ। পথশিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, কলামিস্ট ইয়াছিন মজুমদার, সাংবাদিক ডা. একেএম মারুফ হোসেন। এসময় পথশিশুদের মধ্যে উপ¯ি’ত ছিলেন আজকের ক্লাসে- রাছেল,হৃদয়, সাকিব, নিশান প্রমুখ। উল্লেখ্য যে-একটু হাসি ইশকুলের উদ্যোগে প্রতি শনিবার বিকাল ৫টা ৩০ মিনিট থেকে নাঙ্গলকোট রেলস্টেশনে পথশিশুদের ক্লাস নেওয়া হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech