প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল-
বাংলাদেশ স্কাউটস কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখা গ্রুপ কমিটির সভাপতি ও ইউনিট লিডারগণের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ণ স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মত বিনিময় সভা চলাকালে সিলিং ফ্যান সিটকে পড়ে উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক ছায়েদুল হক মজুমদারের মাথা পেটে গিয়ে গুরুতর আহত হন। নাঙ্গলকোট উপজেলা পরিষদ হল রুমে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সভা চলাকালে সিলিং ফ্যান সিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে উপস্থিত শিক্ষকগণ ছায়েদুল হক মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মাথায় ৫টি সেলাই দেয়া হয়। মাস্টার ছায়েদুল হক মজুমদার বাঙ্গড্ডা গ্রামের মজুমদার বাড়ির সুলতান আহম্মেদ মজুমদারের ছোট ছেলে। এছাড়াও সিটকে পড়া ফ্যানের আঘাতে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম রহমান ভূ্ইঁয়া মুখে ও দাঁতে আঘাত পায় বলে জানা গেছে। দুর্ঘটনার সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন ও একাডেমিক সুপার ভাইজার আনিছুর রহমান’সহ উপজেলা স্কাউট ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহত বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ শিক্ষক ছায়েদুল হক মজুমদার বলেন, স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মত বিনিময় সভা চলাকালে আকষ্মিক ভাবে উপজেলা হল রুমের সিলিং ফ্যান সিটকে পড়ে আমার মাথা ফেটে যায় ও নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম রহমান ভূ্ইঁয়া আঘাত পায়। আহত হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন ও একাডেমিক সুপার ভাইজার আনিছুর রহমান কয়েক বার ফোন করে আমার খোঁজ খবর নিয়েছেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech