মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট উচ্চ বিদ্যালয়ে এক প্রতিবন্ধিকে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে বেলঘর গোসাই বাজারের কনফেকশনারী ব্যবসায়ী মোশারফ হোসেনের (৩৩) বিরুদ্ধে। মোশারফ মেরকট গ্রামের আব্দুল খালেকের ছেলে। বুধবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মোশারফকে গ্রামের পশ্চিম পাড়ার এক ঘরের সিলিং থেকে আটক করে পুলিশে খবর দেয়। মঙ্গলবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বেলঘর গোসাই বাজার থেকে দু’ সন্তানের জনক ব্যবসায়ী মোশারফ হোসেন ওই মানসিক ও শারীরিক প্রতিবন্ধিকে ডেকে নিয়ে পাশ্ববর্তী মেরকট উচ্চ বিদ্যালয়ের বাথ রুমের পাশে ধর্ষণ করে। ধর্ষণের সময় ওই বিদ্যালয়ের নির্মাণ কাজে নিয়োজিত নাঙ্গলকোট পৌর সদরের হরিপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে আব্দুল মোতালেব নামে এক শ্রমিক ঘটনাটি দেখে ফেলে। পরে সে প্রতিবন্ধি ওই নারীর ভাইকে খবর দিয়ে বিষয়টি অবহিত করে। ধর্ষিতার ভাই বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি জহিরুল ইসলাম ও এলাকাবাসীকে জানান। এলাকার লোক জন মোশারফের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে সে পালিয়ে গ্রামের পশ্চিম পাড়ার এবায়েদ উল্লাহ নামে এক ব্যক্তির ঘরের সিলিংয়ের উপরে গিয়ে লুকিয়ে থাকে। পরে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধর্ষিতার পিতা বলেন, আমার প্রতিবন্ধি মেয়ের সাথে এ অনৈতিক কাজে জড়িত মোশারফের শাস্তি দাবী করছি। মোশারফের লোক জন বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করছে আমি মীমাংসা চাই না, আইনগত বিচার চাই।
নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক ইয়ামিন সুমন বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com