আগামী মঙ্গলবার ও বুধবার  মৌকরা দরবার শরিফের ৭৬তম বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

আগামী মঙ্গলবার ও বুধবার  মৌকরা দরবার শরিফের ৭৬তম বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার মৌকরা দরবার শরীফের প্রখ্যাত সূফি ও মুহাদ্দিস পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ অলীউল্যাহ (রহ)র ৭৬ তম বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল আগামী ১মার্চ মঙ্গলবার ও ২ মার্চ বুধবার মৌকরা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আমিরুস সালেকিন মাওলানা শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী (মা.জি.আ.) পীর সাহেব মৌকরা দরবার শরিফ সভাপতিত্বে ২দিন ব্যাপী মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কিরাম তাকরির পেশ করবেন মঙ্গলবার বাদ আসর হতে সারারাত ব্যাপী বুধবার সারারাত ব্যাপী ওয়াজ চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ