মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার কলেজ গভর্র্নিং বডির সভায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ ল্যাবসহকারী জাকির হোসেন ২০২৩ সালের ২৭জুলাই ইউরোপের দেশ ইতালীতে চলে যান। ল্যাবসহকারী জাকির হোসেনের অনুপস্থিতিতে ওই কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারী বেতনভাতা উত্তোলন করে আত্মসাৎ করে। এছাড়াও তিনি কলেজ গর্ভনিং বডির গত চার সভায় রেজুলেশন বই, শিক্ষক হাজিরা খাতাসহ কোন ডকুমেন্ট উপস্থাপন করতে পারেন নাই। এ ব্যাপারে গত ১৪ নভেম্বর অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু অধ্যক্ষ নোটিশের সঠিক কোন জবাব দিতে পারেনি। ফলে সোমবার দুপুরে গর্ভণিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে কলেজের জেষ্ঠ্য শিক্ষক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
জানা যায়, মীর জাহাঙ্গীর আলমকে আওয়ামীলীগ সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। তাকে পূর্বেও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে তৎকালিন গর্ভনিং বডি সাময়িক বহিষ্কার করে। অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামীলীগ নেতা হওয়ায় তাকে ওই সময় উপরের মহলের নির্দেশে ১৭মাস পর চাকুরীতে পুর্নবহাল করা হয়। কলেজের ল্যাব সহকারী জাকির হোসেন তার আপন ভাগ্নে। ভাগ্নে বিদেশ চলে যাওয়ার পর অধ্যক্ষ তার হাজিরা বইতে ভূয়া স্বাক্ষর দিয়ে তাকে উপস্থিত দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার পতনের পর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করার পর নতুন এডহক কমিটি করা হয়। ওই কমিটিতে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট শাহজাহানকে সভাপতি করা হয়।
বহিষ্কারের বিষয়ে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাহিলে তিনি ফোনের লাইন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
কলেজ গর্ভনিং বডির সভাপতি এডভোকেট শাহজাহান বলেন, বিগত দিনে অনিয়ম, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন কারণে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com