৩য় পর্যায়ে নাঙ্গলকোটে প্রধান মন্ত্রীর উপহার জমিসহ ঘর হস্তান্তর

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

৩য় পর্যায়ে নাঙ্গলকোটে প্রধান মন্ত্রীর উপহার জমিসহ ঘর হস্তান্তর

মাঈন উদ্দিন দুলাল- মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ২৬২২৯ টি পরিবারের মাঝে জমিসহ উপহারের ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন। এ উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রসাশনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা মিনি হলরুমে গনভবন থেকে বিটিভি’র মাধ্যমে প্রধান মন্ত্রীর উদ্ভোধনী অনুষ্ঠান সমপ্রচার করা হয়। ৩য় পর্যায়ের ২য় ধাপে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নাঙ্গলকোটে জমি সহ ঘর পেলেন ১০ জন। ২১ জুলাই বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তাদেরকে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কমকর্তা রায়হান মেহেবুব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক ইয়ামিন সুমন, সাধন চন্দ্র নাথ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ