নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোট হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলম কর্তৃক ছাত্রনেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যহারের প্রতিবাদে রবিবার কলেজ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও কলেজ শিক্ষার্থীরা।
জানা যায়, গত বুধবার দুপুরে কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলম কলেজ থেকে ফেনী নিজ বাসা যাওয়ার পথে কয়েক জন দুর্বৃত্ত তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাসহ ৮জনকে আসামী করে মামলা দায়ের করে। অধ্যক্ষের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, অভিলম্বে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল বাশার আকাশ, সাধারণ সম্পাদক এম আলম মিয়া, সহ-সভাপতি জহিরুল আলম জনি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম , পাঠাগার সম্পাদক এয়াকুব ভূঁইয়া সুমন সদস্য নাঈম তালুকদার, কলেজ ছাত্রলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক শ্যামল, যুগ্ম সম্পাদক এসকে শাহপরান, মেহেদী হাসান, ওর্য়াড সভাপতি হাফেজ মুজাম্মেল ও বাদশা প্রমুখ।
Please follow and like us: