প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি, বিএড এর যোগদান উপলক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসাইন চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি। এর আগে আবুল খায়ের বিএসসি উপজেলার জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মাস্টার শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক মোল্লা, জালাল আহাম্মেদ ভূঁইয়া, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল হক, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আব্দুল বাতেন, সমাজ সেবক এম এ আউয়াল, অধ্যাপক নুরুল আমিন বাবুল, অধ্যাপক মনির হোসেন মজুমদার শামীম, সাবেক সহকারি শিক্ষক সানা উল্লাহ, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, ফিরোজ মজুমদার, অভিভাভক সদস্য সারোয়ার হোসেন, রোকন উদ্দিন, কামাল হোসেন, দাতা সদস্য রবিউল হোসেন, হেসাখাল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।
অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাভক ও শিক্ষার্থীরা নবাগত প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech