প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুল হক মোল্লার সমর্থনে মোটর শোভাযাত্রা ও পথসভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগন শত-শত মোটর সাইকেল, রিক্সা, অটোরিক্সা ও পিকআপ নিয়ে উরুক চাউল গ্রামে একত্রিত হয়ে মোটর শোভাযাত্রা শুরু করে। মোটর শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল গ্রামের প্রধান-প্রধান সড়ক ঘুরে পুনঃরায় উরুক চাউল এসে শেষ হয়। এসময় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুল হক মোল্লা তার বক্তব্যে বলেন, আমাকে অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি ২০১১ সালের নির্বাচনে মনোনয়ন দিয়ে ছিলেন, আমি সেই নির্বাচনে বিজয়ী হয়ে সততার সাথে ৫ বছর জনগণের সেবা করেছি। আসন্ন নির্বাচনে তিনি আমাকে আবারো নৌকা প্রতিক দিয়ে প্রার্থী করলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech