হেসাখাল ইউনিয়ন মেম্বার প্রার্থীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

হেসাখাল ইউনিয়ন মেম্বার প্রার্থীর মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে নিজাম উদ্দিন (৩০) নামে এক মেম্বার পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর মৃতু্যূ হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া গ্রামের মরহুম আবুল কাশেম হাবিলদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নিজাম উদ্দিন মোরগ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন। শনিবার প্রতিদিনের ন্যায় নির্বাচনী গণসংযোগ করেন নিজাম। রাতে নির্বাচনী গণসংযোগ চলা কালে হঠাৎ তিনি অসুস্থতাবোধ করলে বাড়িতে চলে যান। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল নেয়া হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মেম্বার প্রার্থী নিজামের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ