প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে নিজাম উদ্দিন (৩০) নামে এক মেম্বার পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর মৃতু্যূ হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া গ্রামের মরহুম আবুল কাশেম হাবিলদারের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নিজাম উদ্দিন মোরগ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন। শনিবার প্রতিদিনের ন্যায় নির্বাচনী গণসংযোগ করেন নিজাম। রাতে নির্বাচনী গণসংযোগ চলা কালে হঠাৎ তিনি অসুস্থতাবোধ করলে বাড়িতে চলে যান। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল নেয়া হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মেম্বার প্রার্থী নিজামের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech