প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের সোন্দাইল ডিজিটাল পোস্ট অফিস সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় মান্দ্রা দাখিল মাদ্রাসা মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোন্দাইল ডিজিটাল পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা প্রভাষক সাইফুল ইসলাম দাদা ভাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, সোন্দাইল পোস্ট মাস্টার খুরশিদ আলম, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিলন মাহমুদ, মান্দ্রা দাখিল মাদরাসা সভাপতি মনিরুল ইসলাম, সুপার নেছার উদ্দিন, মান্দ্রা বাজার সভাপতি হাজি মোস্তফা কামাল, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাহাব উদ্দিন, মাস্টার বিপ্লব হোসেন সাহাদাত, আবুল কালাম মজুমদার, সমাজ সেবক আরিফুর রহমান ডলপিন, গনি ওসমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোন্দাইল ডিজিটাল পোস্ট অফিস প্রশিক্ষক মোহাম্মদ রবিন।
অনুষ্ঠান শেষে সোন্দাইল ডিজিটাল পোস্ট অফিস সেন্টারে ৬০জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩২ জনের কোর্স সম্পন্ন হওয়ায় তাদের মাঝে সনদ বিতরণ করেন অতিথি বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech