সায়েম মাহবুব পাটোয়ার সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্র পরিষদ আহবায়ক নির্বাচিত

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

সায়েম মাহবুব পাটোয়ার সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্র পরিষদ আহবায়ক নির্বাচিত

কেফায়েত উল্লাহ মিয়াজী :
শতবর্ষী প্রতিষ্ঠান পাটোয়ার সিনিয়র ফাজিল মাদরাসার শতবর্ষ উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত বৃহস্পতিবার মাদরাসা মাঠে পালিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ নূরন্নবী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম। দিন ব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা এডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, পুলিশ ইন্সপেক্টর শহীদ উল্লাহ, ছাত্র নেতা মুজিবুল হক বাদল প্রমূখ।
অনুষ্ঠানে শতাব্দীর প্রচীন খ্যতিমান পাটোয়ার সিনিয়র মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্র পরিষদের আহবায়ক হিসেবে সকলের সম্মতিক্রমে অধ্যক্ষ সায়েম মাহবুবকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিষ্টার গোলাম সরওয়ার, যুগ্ন আহবায়ক আডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, পুলিশ ইন্সপেক্টর শহীদ উল্লাহ, ছাত্র নেতা মুজিবুল হক বাদল।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ