প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল-
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় কুমিল্লার নাঙ্গলকোটে ২ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি দেয়া স্বেচ্ছাসেবকলীগ নেতারা হলেন নাঙ্গলকোট উপজেলা সহ-সভাপতি জসিম উদ্দিন সরকার ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ভূট্টু। শনিবার রাতে নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তিটি রবিবার সকালে প্রকাশ করা হয়।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ছবি-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এবং দলীয় শৃংঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের নির্দেশে তাদেরকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech