সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল- প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামর উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাঙ্গলকোটে পেশাদার সাংবাদিকদের উদ্যোগে বুধবার নাঙ্গলকোট সরকারি কলেজ সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব উপদেষ্টা শাহাজাহান ভূইয়া, সভাপতি মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি প্রভাষক জাকির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক প্রভাষক নিজাম উদ্দিন মজুমদার, সদস্য দ্বীন মোহাম্মদ, প্রভাষক শাহাজাহান, মাষ্টার অরবিন্দ দাস, মোহনা টেলিভিশন প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, আমাদের সময় প্রতিনিধি ওমর ফারুক , কুমিল্লা টিভি প্রতিনিধি শরিফ আহাম্মেদ মজুমদার, যুগান্তর প্রতিনিধি মেহেদি হাছান ভূইয়া আজিম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি দুলাল মিয়া, মানবকন্ঠের প্রতিনিধি রেজাউল করিম রাজু, আমার সংবাদ প্রতিনিধি তোফায়েল হোসেন মজুমদার, সাংবাদিক তোফায়েল আহম্মেদ বাহার, রতন মজুমদার প্রমুখ। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা চালিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ এর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ