সন্তানদেরকে নসিহত করবেন তারা যেন বিপদগামী না হয়…পীর ছাহেব ছারছিনা

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১

সন্তানদেরকে নসিহত করবেন তারা যেন বিপদগামী না হয়…পীর ছাহেব ছারছিনা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা সদরের খানকায়ে মোহেব্বিয়া দ্বীনিয়া কমপ্লেক্সে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র নাঙ্গলকোট শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর হইতে রাত ব্যাপি ৮ম ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন মুজাদ্দিদে জামান কুতুবুল আলম, আমীরে হিযবুল্লাহ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা জি আ) পীর সাহেব ছারছিনা দরবার শরীফ।
বিশেষ ওয়ায়েজিন, জমইয়াতে হিযবুল্লাহার নায়েবে আমীর মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন, এছাড়া উক্ত মাহফিলে ওয়াজ করেন পীর সাহেবের সফর সঙ্গী ও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ।
মাহফিল সঞ্চালনা করেন জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক।
ছারছিনা পীর ছাহেব বয়ানে বলেন, আপনারা সুন্নত তরিকায় আমল করার চেষ্টা করবেন। সুন্নত মোতাবেক আমল করলে মোহাব্বত বাড়বে। সন্তানদেরকে নসিহত করবেন তারা যেন বিপদগামী না হয়। সন্তানদেরকে দ্বীনিয়া মাদ্রাসায় লেখাপড়া শিখাবেন। এখন মাদ্রাসা গুলোতে সুন্নতের আমল নেই। দ্বীনিয়া মাদ্রাসায় সুন্নতের চর্চার মাধ্যমে ইলম শিখানো হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ