প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩
আজিম উল্যাহ হানিফ:
১৯৬৭ সালের ১ লা মার্চ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারিজানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সংবাদপত্রের আলোকিত ব্যক্তিত্ব আবুল কাশেম গাফুরী। পিতা-বীরমুক্তিযোদ্ধা আবদুল গফুর মজুমদার ছিলেন মহান মুক্তিযোদ্ধের রনাঙ্গণের বীরমুক্তিযোদ্ধা ও কুমিল্লা জেলা শ্রমিকলীগের সভাপতি ও কুমিল্লা হালিমা টেক্সটাইল মিলের সেক্রেটারি। ২০২০ সালে আবদুল গফুর মজুমদার মৃত্যুবরণ করেন। মাতা ফুলবানু। ৩ ভাই ২ বোনের মধ্যে গাফুরী বড়। ১৯৮০ সালে ঢাকা বেলদি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। ১৯৮২ সালে কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করেন, ১৯৮৪ সালে কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে ফাযিল পাশ করেন। মুরাদনগর সোনাকান্দা আলিয়া মাদ্রাসা থেকে ১৯৮৬ সালে কামিল পাশ করেন। বিএ অনার্স ও মাস্টার্স ইসলামিক স্টাডিজ বিভাগে ঢাকা বিশ^বিদ্যালয় থেকেও পাশ করেন। ১৯৮২ সালে কুমিল্লা আলিয়া মাদ্রাসা ছাত্রসংসদের নির্বাচিত জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে কর্মজীবনে প্রবেশ করেন। সিজিয়ারা মাদ্রাসায় দীর্ঘ ১৩ বছর সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫/৮৬ সালে নির্বাচিত হন নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি পদে। দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করেন সভাপতি পদে। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, বৃহত্তর কুমিল্লা কমিটির সভাপতি, দৈনিক ইনকিলাবের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি, বিআরডিবি নাঙ্গলকোট উপজেলা কমিটির চেয়ারম্যান, নাঙ্গলকোট হাসপাতাল স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সদস্য, জমিয়াতুল মুর্দারেছীন নাঙ্গলকোট শাখার সেক্রেটারি, সাতবাড়িয়া ইসলামিয়া এতিমখানাও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, চারিজানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ধাতীশ^র আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, নাঙ্গলকোট প্রেসক্লাবের উপদেষ্টা, পথশিশু-ভাসমান-অটিস্টিকদের সংগঠন ‘একটু হাসি ফাউন্ডেশন’র উপদেষ্টা, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উপদেষ্টা, জাতীয় সাংবাদিক সংস্থা নাঙ্গলকোট উপজেলা শাখার সদস্য, নাঙ্গলকোট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে ১৯৮৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে ২ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক তিনি। বড় ছেলে কম্পিউটার বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিতে জাপানে অধ্যয়নরত, ছোট ছেলে ঢাকা যাত্রাবাড়িতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় কুরআনে হাফেজ। ২০০৯ সালে উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটে হেরে যান। সাংবাদিকতা ও লেখালেখিতে আদর্শ ব্যক্তি হিসেবে দেখেন ও সুসম্পর্ক রয়েছে- আবুল আসাদ, সালাহউদ্দিন বাবর, ভাষাসৈনিক আবদুল জলিল, গোলাম মোস্তফা চৌধুরী, অধ্যাপক আবদুল ওহাব, মোহাম্মদ ফজলে রাব্বী, নঈম নিজাম, সায়েম মাহবুব, কবি এস এম আবুল বাশার, আবদুল কুদ্দুস, মুজিবুর রহমান মোল্লা, প্রভাষক সাইফুল ইসলাম শাহীন, এএফএম শোয়ায়েব, আবুল হাসানাত বাবুল, নীতিশ সাহা,করুন কুমার দেব রায়, আতাউস সামাদ প্রমুখ। ২০০২ সালে হজ¦ পালন করেন। ওমরাহ হজ¦ পালন করেন মোট ৫ বার। সংবাদপত্রের আলোকিত ব্যক্তিত্ব আবুল কাশেম গাফুরীর দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech