মৌকারা ইউনিয়নের ময়ূরায় গাছের সাথে শত্রুতা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২১

মৌকারা ইউনিয়নের ময়ূরায় গাছের সাথে শত্রুতা

স্টাফ রিপোর্টার ॥
নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের ময়ূরা গ্রামের মফিজ উল্লাহর ছেলে মোস্তফা কামালের মালিকানাধিন বাড়ীর কাঠের গাছ ও ফলজ গাছ মঙ্গলবার সকালে তার ভাই রেজাউল করিম জোরপূর্বক কর্তন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মোস্তফা কামাল প্রথমে জাতীয় জরুরী সেবায় ফোন দেয় এবং পরে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়ূরা গ্রামের মোস্তফা কামাল জেলার মনোহরগঞ্জ উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করে আসছে। এ সুযোগে তার ছোট ভাই রেজাউল করিম তার ভোগ দখলিয় জমিন, পুকুর ও বাড়ী জোরপূর্বক দখল করে আসছে। মোস্তফা কামাল মাঝেমধ্যে পরিবার নিয়ে বাড়ীতে আসলে সে তাদেরকে হুমকি ধমকি দিয়ে বাড়ী থেকে চলে যেতে বাধ্য করে। তার ভয়ে মৃত ভাইয়ের পরিবারের সদস্যরাও বাড়ীতে দালান ঘর থাকার পরও নিরাপত্তাহীনতার কারনে বাড়ীতে আসতে পারেনা। রেজাউল করিমের বিরুদ্ধে বেশ কয়েকবার ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেও কোন ফল হয়নি বলে জানান মোস্তফা কামাল। সবশেষে মঙ্গলবার সকালে রেজাউল করিম কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এনে মোস্তফা কামালের ৬টি কাঠ গাছ ও বেশকিছু ফলজ কাজ কর্তন করে ফেলে। গাছ কাটা ঠেকাতে মোস্তফা কামাল ৯৯৯ নাম্বারে ফোন দিলে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। পরে মঙ্গলবার রাতে থানায় উপস্থিত হয়ে মোস্তফা কামাল তার ভাই রেজাউল করিম, বোন ফিরোজা বেগম, পাশ্ববর্তী গোমকট গ্রামের রিয়াদ ও ইসমাইলকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে ভূক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল সংশ্লীষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ