মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার কবরে প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১

মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার কবরে প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া’র কবরে রবিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহসভাপতি এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক সাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন, সদস্য মাস্টার সোহরাব হোসেন, তাজুল ইসলাম মিয়াজী, মাওলানা আবু ইউসুফ প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া’র ছেলে জাহাঙ্গীর আলম’সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় পৌর সদরের হরিপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ