মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাঙ্গলকোটে হিযবুল্লাহর বিক্ষোভ

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২২

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাঙ্গলকোটে হিযবুল্লাহর বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল-  বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বিক্ষোভ মিছিল করে। রবিবার সকালে নাঙ্গলকোট খানকায়ে মুহিব্বিয়া কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নেয়ামত উল্লাহ ফারুকী, মাওলানা ইমাম হোসাইন জুলফিকার, মাওলানা ওবায়েদ উল্লাহ, মাওলানা ইউসুফ আলী, মাওলানা নজরুল ইসলাম নেছারী, রেজাউল হক, মাছুম বিল্লাহ, ইফতেখার হোসেন, মাওলনা আব্দুল মালেক, হাজী আব্দুল মন্নান, হাজী শোহরাব হোসেন, আব্দুল হাই মজুমদার সেলিম, অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা বাহাউদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তিকারী বিজেপির ওই দুই নেতাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ