প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২২
মাঈন উদ্দিন দুলাল- হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি নেতা নাভিন জিন্দালের কটূক্তির প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজারে স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে বুধবার বিকাল ৪টার দিকে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি স্থানীয় হাসানপুর গ্রাম থেকে বের হয়ে জোড্ডা বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জোড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন্নবী মজুমদার, মাওলানা ইউসুফ মোল্লা , মাওলানা শাহ আলম, মাওলানা ইয়াছিন, মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ জোবায়ের হোসেন, হাফেজ মাওলানা নুরুন্নবী, হাফেজ কেফায়েত উল্লাহ , হাফেজ ইয়াছিন মোল্লা, মাওলানা মনজুর আহম্মেদ, মাওলানা মোবারক হোসেন, রাইছুল ইসলাম, জসিম উদ্দিন, আলমাছ উদ্দিন, যুবনেতা সাগর, মনির, ইফতেখার হোসেন, হাবিবুর রহমান, মেহেদি হাছান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা রাসূল (সাঃ) ও মা আয়েশাকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান এবং কটূক্তিকারীদের ফাঁসির দাবী জানান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech