কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ জাতীয়তাবাদী গফুর ভুঁইয়া ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটি সম্পন্ন হয়েছে। গত ২ ফেব্রুয়ারী মঙ্গলবার সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়া ৩ বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটিতে বাহরাইন প্রবাসী তানবির চৌধুরী তারেককে সভাপতি, ওমান প্রবাসী জি এম ইব্রাহিম রিয়াজকে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্যে কমিটি করা হয়েছে।
কমিটিতে সাবেক সাংসদ আব্দুল গফুর ভুঁইয়াকে প্রধান উপদেষ্টা, এম এ আব্দুস সোবহানকে সিনিয়র উপদেষ্টা, আলাউদ্দিন ভূঁইয়া ও আবুল কাশেম সহ ১৭ জনকে উপদেষ্টা পরিষদ সদস্য করা হয়।
জেগে ওঠো বাংলাদেশ-গর্জে ওঠো বাংলাদেশ তারুণ্যের মেলা এ স্লোগানে নাঙ্গলকোটের বক্সগঞ্জ জাতীয়তাবাদী গফুর ভুঁইয়া ঐক্য পরিষদ সংগঠনটি ২০২১ সালের পহেলা অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়ার সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি এমান হোসেন, ফারুক শান্ত, ফারুক রানা, জাহাঙ্গীর আলম, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, প্রচার সম্পাদক মিলন খান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।