প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

কেফায়েত উল্লাহ মিয়াজী ॥
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক পদক্ষিণ শেষে লোটাস চত্ত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, আবুল খায়ের আবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল।
উপস্থিত ছিলেন, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, রায়কোট দক্ষিণ চেয়ারম্যান মজিবুর রহমান, বাংগড্ডা ইউপি সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ