প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে নাঙ্গলকোটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ২৪, ২০২২

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে নাঙ্গলকোটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

মাঈন উদ্দিন দুলাল-  প্রধানমন্ত্রীকে নিয়ে  ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েলের  কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দেয়ার প্রতিবাদে মঙ্গলবার  নাঙ্গলকোট উপজেলা ছাত্র লীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মিছিলটি স্হানীয় সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোটাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়

এতে নাঙ্গলকোট উপজেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ,  সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন,
উপজেলা চেয়ারম্যান শামছুউদ্দিন কালু ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া ,যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের,পৌর মেয়র আব্দুল মালেক,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন
উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শিমুল  নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র লীগের সভাপতি, মোঃ ওবায়েদুল হক সাধারণ সম্পাদক  মোঃ শাহাবুদ্দিন, পৌর কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ