প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট থানা পুলিশ ৭ই মার্চ ও এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হওয়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনন্দ উদযাপনের আয়োজন করে। রবিবার দিন ব্যাপী নাঙ্গলকোট উপজেলা মিলানায়তনে ও হাছান মেমোরিয়াল সরকারী কলেজ গেইট এলাকায় এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস।
নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক এস আই আনোয়ার হোসেন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক নাঙ্গলকোট থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বেগম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, বাংগড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার, নাঙ্গলকোট থানা অফিসার তদন্ত রকিবুল ইসলাম রাকিব, নাঙ্গলকোট থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সাদেক হোসেন, পৌরসভা আ’লীগ সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মজুমদার, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মানবাধিকার ও সমাজকর্মী সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংস্কৃতিক অনুষ্ঠান, কেককাটা ও আনন্দ র্যালী করে থানা পুলিশ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৮৮০৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২১।
Design and developed by AshrafTech