নাঙ্গলকোট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

নাঙ্গলকোট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির সভা ও সারদীয় দুর্গাপূজা’র প্রস্তুতি মূলক সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।
সভায় বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে. ফজলুল হক, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম, ডাক্তার আরিফ ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য সাইফুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঙ্গলকোট উপজেলা সভাপতি জীবন কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক জয়দেব মজুমদার-সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন আসন্ন সারদীয় দুর্গাপূজা অন্যান্য বছরের চেয়ে এবার আরো উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ