নাঙ্গলকোটে ৮ ইউপির সংরক্ষিত ও সাধারণ ৯৬ জন সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২

নাঙ্গলকোটে ৮ ইউপির সংরক্ষিত ও সাধারণ ৯৬ জন সদস্যদের শপথ গ্রহণ
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার ৮ ইউনিয়ন নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল। শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরমেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ঢালুয়া ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, নব-নির্বাচিত চেয়ারম্যান পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম.এ হামিদ, বক্সগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মুর্তজা চৌধুরী মুকুল, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ