নাঙ্গলকোটে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২

নাঙ্গলকোটে ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি- নাঙ্গলকোট উপজেলার সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ এবং ৩ শিক্ষকের বদলীজনিত বিদায় সংবর্ধনা শনিবার বিকেলে সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে মাস্টার রবিউল হকের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমসির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শাহজাহান সিরাজ, নাঙ্গলকোট মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মক্রবপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী মোজ্জামেল হক, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, কাউন্সিলর জামাল হোসেন সোহাগ, প্রধান শিক্ষক ইয়াছিন, তাজুল ইসলাম, ইস্টার্ণ ব্যাংক অফিসার মোজ্জামেল হক সাকিব বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী শিক্ষকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদেরকে অতিথিবৃন্দ উপহার সামগ্রী প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ