নাঙ্গলকোটে স্মার্ট বাংলাদেশ প্রযুক্তিগত জ্ঞান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

নাঙ্গলকোটে স্মার্ট বাংলাদেশ  প্রযুক্তিগত জ্ঞান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম-  নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বড় সাঙ্গিশ্বর আহসান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মার্ট বাংলাদেশ প্রযুক্তিগত জ্ঞান বিষয়ক আলোচনা সভা সোমবার সকালে বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফখরুল জসিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহসান স্মৃতি সংসদের সভাপতি আতিক উল্লাহ মজুমদার বাপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ চলন কলেজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ার উল্লাহ মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন;নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন;ইঞ্জিনিয়ার আশরাফ আহসান অর্ণব,ইঞ্জিনিয়ার জেনিফার আলম,কানাডিয়ান ইঞ্জিনিয়ার বেঞ্জামিন উইশার,বড় সাঙ্গিশ্বরউচ্চ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মেজবাউল হক মজুমদার,বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী শাহাদাত হোসেন,প্রধান শিক্ষিকা সাহিনা আক্তার,কুমিল্লা সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ