নাঙ্গলকোটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

নাঙ্গলকোটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সামছু মিয়া, আবুল হাশেম, জাকের হোসেন, মোশারফ হোসেন, তৌহিদুর রহমানকে সংবর্ধণা প্রধান করেন পৌর মেয়র, কাউন্সিলর, কার্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌর সার্ভেয়ার রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, নাঙ্গলকোট কারিগরী বানিজ্য কলেজ অধ্যক্ষ সাংবাদিক সায়েম মাহবুব, উপাধ্যক্ষ শাহানা ফেরদৌস কলি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসেন আহম্মদ, পৌরসভা নির্বাহী প্রকৌশলী জোবায়দা ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, প্যানেল মেয়র সাদেক হোসেন, কাউন্সিলর শাহ খোরশেদ আলম, সাখাওয়াত হোসেন সুমন, জামাল হোসেন সোহাগ, ফরিদা ইয়াসমিন, সাবিনা এয়াছমিন কাজল, আয়েশা বেগম, পৌর কর্মকর্তা আলমগীর কবির সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
অলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ