নাঙ্গলকোটে সুবিধাবঞ্চিত মানুষের জন্য “মানবতার দেয়াল” উদ্বোধন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

নাঙ্গলকোটে সুবিধাবঞ্চিত মানুষের জন্য “মানবতার দেয়াল” উদ্বোধন

কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ স্টুডেন্ট হেল্প এসোসিয়েশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জন্য “মানবতার দেয়াল” উদ্বোধনী অনুষ্ঠান শনিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্টুডেন্ট হেল্প এসোসিয়েশন উপজেলা প্রেসিডেন্ট তানিশা ইসলাম তন্নিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট তাহসিনুল ইসলাম সাব্বির।
আজিয়ারা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মাসুদুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মীর হোসেন মোল্লা, প্যাসিফিক মাল্টি মিডিয়া স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুর রহমান পলাশ, রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আহসান আল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবিক সেচ্ছাসেবী আলী আফসার মুজাহিদ, স্টুডেন্ট হেল্প এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ সজীব, আরাফাত, শাহেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রবেশ পথের মানবতার দেয়ালে সুবিধাবঞ্চিত মানুষের বস্ত্র গ্রহণের জন্য নতুন-পুরাতন কিছু পোষাক রাখেন আয়োজকগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ