নাঙ্গলকোটে সাড়ে ৮ শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১

নাঙ্গলকোটে সাড়ে ৮ শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নাঙ্গলকোট উপজেলার সাড়ে ৮ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম।
উপ সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মালেক, কাউন্সিলর জাফর আহম্মেদ, ফরিদা ইয়াসমিন, উপসহকারী কৃষি অফিসার শহিদ উল্লাহ , আদ্রা ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

 

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ