নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

নাঙ্গলকোটে মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া-সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক সেলিম উদ্দিন ভূঁইয়া হত্যায় জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদ এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শনিবার বিকালে হাসানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন এলাকায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌকরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাস্টার মাহবুবুল হক, ইউনিয়ন যুবদল সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল সদস্য মকবুল হোসেন, নাসির উদ্দীন মজুমদার,  জাকির হোসেন ছুট্টু, মৌকরা ইউনিয়ন দুবাই প্রবাসী ফোরাম সাধারণ সম্পাদক কাউসার আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক শাহ আলম রানা, মৌকরা ইউনিয়ন ছাত্রদল সাবেক আহবায়ক সোহেল রানা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদের, আবু বকর মজুমদার, যুবদল নেতা জিির আহমেদ,শাহাদাত হোসেন, হুমায়ুন কবির, সবুজ মিয়া,  মোশারফ হোসেন, চট্টগ্রাম পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবকদল সদস্য ফরহাদ হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ ইউসুফ, জামাল উদ্দিন, আমির হোসেন, পেয়ার আহমেদ, নাজিম উদ্দীন, জাবেদ হোসেন, শামীম-সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ