নাঙ্গলকোটে মাস্টার আবুল কাশেম স্মরণে শোক সভা

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২

নাঙ্গলকোটে মাস্টার আবুল কাশেম স্মরণে শোক সভা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের ধাতীশ্বরের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজ কর্মী মাস্টার আবুল কাশেম বি.কম স্মরণে নাগরিক শোক সভা শনিবার ধাতীশ্বর আহম্মেদ দেলোয়ারা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক এ.কে.এম রফিকুল হায়দার মজুমদার।
নাগরিক শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট এম এ বারী মজুমদার, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন কাউসার, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ধাতীশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি শাখাওয়াত হোসেন তুহিন, এডভোকেট জসিম উদ্দিন, মাওলানা ওবায়দুল হক।
শোক সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মস্টার জয়নাল আবেদীন, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, শাহপরান, নিজাম উদ্দিন, ডাঃ জাফর, সমাজ সেবক তাজুল ইসলাম, পিন্টু প্রমুখ।

শোক সভায় বক্তারা মাস্টার আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া বক্তারা আরো বলেন মাস্টার আবুল কাশেম শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখে গেছেন তার এ অবদান এলাবাসী যুগযুগ ধরে স্মরণ রাখবে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ