প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
স্টাফ রিপোর্টার ॥
নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামীরখিল গ্রামে মাদক সেবিদের ধারালো অস্ত্রের আঘাতে ওমর ফারুক মজুমদার (১৯) নামের এক যুবক আহত হয়েছে। গত রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার মালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রনি (১৮) ও আবুল কাশেমের ছেলে মামুন (১৮)। এ ঘটনায় আহত ফারুকের পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার অলিপুর বাজারের উষা মডেল একাডেমীর সামনে গাঁজা সেবন করছিল মালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রনি ও আবুল কাশেমের ছেলে মামুন। এ সময় শ্যামীরখিল গ্রামের সামছুল হক মজুমদারের ছেলে ওমর ফারুক মজুমদার তাদের বাধা দিলে মাধকসেবীরা ওমর ফারুক মজুমদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। ওমর ফারুক মজুমদারের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ওমর ফারুক মজুমদারকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।
Design and developed by AshrafTech