নাঙ্গলকোটে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মত বিনিময় সভা

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১

নাঙ্গলকোটে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মত বিনিময় সভা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উদ্যেগে মত বিনিময় সভা বৃহস্পতিবার বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের আহ্বায়ক কাজী তাজুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি তুষার আহম্মেদ, সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ আলমগীর খাঁন, মীর মোশারফ হোসেন, কামাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ প্রমুখ। মতবিনিময় বক্তারা বলেন তৃতীয় শ্রেণী কর্মচারীদের বেতন স্কেল ১৬ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে উন্নতি করণ এবং অফিস সহকারী পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার পদ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ