প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মক্রবপুর-খোশারপাড়-শরীফপুর পাকা সড়কটি বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেনের নামে নামকরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় মাহিনী তালতলা বাজার মাঠে সড়কটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ভাচুয়ালি বক্তব্য রাখেন ও সড়কটির উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি মাস্টার রেজাউল হক, সুবেদার আব্দুল মোমেনের ছেলে প্রকৌশলী রুহুল আমিন, নুরুল আমিন, সাংবাদিক আবুল কাশেম গাফুরি।
বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমেন ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ১নং সেক্টরে অংশগ্রহণ করেন এবং সম্মুখ যুদ্ধে অংশ নেন । তিনি তৎকালিন ই. পি.আর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের কৃতজ্ঞতা স্বরূপ এই সড়কটির নামকরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সড়কটির নামপলক উম্মোচন ও সুবেদার আব্দুল মোমেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech