প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামে রবিবার সকালে সম্পত্তির জের ধরে ছকন মিয়ার বসতঘর ভাংচুর, নগদ টাকা, স্বর্ণ অলংকার ও গরু লুটের অভিযোগ উঠেছে একই গ্রামের হাবিবুর রহমান, ওহাবমিয়া, নেছার উদ্দিন, হাছান আহম্মদ ও ই¯্রাফিলের বিরুদ্ধে। এ ব্যাপারে ছকন মিয়া বাদি হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক রবিউল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বায়রা গ্রামের ছকন মিয়ার বাড়িঘরে রবিবার একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র হাবিবুর রহমান, মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র ওহাব মিয়া, নেছার উদ্দিন, ওহাব মিয়ার পুত্র হাছান আহম্মদ, এবায়েদুল হকের পুত্র ই¯্রাফিল ছকন মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়ে তার ছেলে জসিম উদ্দিনের স্ত্রী আয়েশা বেগমকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। পরে হামলাকারীরা ঘরে থাকা আলমিরা ভেঙ্গে নগদ ১০লাখ টাকা, ৫ ভরি সোনার গহনা ও ৪টি গরু লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা তাদের গাছপালা কেটে পেলে, টিউবওয়েল ও বাথরুম এবং গোয়াল ঘর ভাংচুর করে। এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।
অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, আমরা আমাদের জায়গা দখল করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছি, তবে লুটপাটের বিষয়টি মিথ্যা।
নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক রবিউল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech