নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন

মাঈন উদ্দিন দুলাল- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজীত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য র‌্যালী ও পরে উপজেলা পরিষদ পুুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা প্রিতম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, অফিস সহকারী নুরুল আমিন, ক্ষেত্র সহকারী মোহাম্মদ সুজন প্রমূখ।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ