নাঙ্গলকোটে ফ্রী ব্লাড গ্রুপ, রক্তদা‌নে উৎসা‌হিত করণ ক‌্যাম্পেইন ও মাস্ক বিতরণ

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

নাঙ্গলকোটে ফ্রী ব্লাড গ্রুপ, রক্তদা‌নে উৎসা‌হিত করণ ক‌্যাম্পেইন ও মাস্ক বিতরণ
সাফায়েত উল্লাহ মিয়াজী:
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে সামনে রেখে  নাঙ্গলকোটের উত্তর শাকতলী বেপারি বা‌ড়ি কল‌্যাণ ট্রাস্ট এর উ‌দ্যেগে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদা‌নে উৎসা‌হিত করণ ক‌্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূ‌চি পালিত হয়েছে। শুক্রবার সকালে উত্তর শাকতলী বেপারি বাড়ি বাইতুল মামুর জামে মসজিদ মাঠে ক্যাম্পেইনে অংশ গ্রহণকারী প্রায় ২০০ জ‌নের মা‌ঝে বিনা মূ‌ল্যে মাস্ক বিতরণ ও  ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
‌ক‌্যাম্পেইনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যায়নরত মারুফ আহ‌মেদ শা‌কিল, আ‌রিয়ান রায়হান তানিম, মে‌হেদী হাসান, হা‌ফেজ তা‌মিম আহ‌মেদ।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, বেপারি বাড়ী কল‌্যাণ ট্রাস্ট এর সভাপ‌তি সিরাজ‌ুম ম‌নির মাসুদ, সহ সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন নাবীল, সাধা‌রণ সম্পাদক সামছুল ইসলাম সুজন, সাংগঠ‌নিক সম্পাদক নুরুল আফছার রিদওয়ান, অর্থ সম্পাদক মোসা‌দ্দেক হো‌সেন মারুফ ও সংগঠনটির সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ