নাঙ্গলকোটে প্রাণিসম্পদ প্রদর্শণী

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

নাঙ্গলকোটে প্রাণিসম্পদ প্রদর্শণী

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আয়োজনে শনিবার নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রদর্শণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হুসনা রওশন ফেরদৌসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রদর্শণীতে অংশগ্রহণকারী ২৫টি স্টল থেকে বাঁচাই করে বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ