নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বৃহস্পতিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট উপজেলা শিক্ষক সমিতি বিটিএ সভাপতি ওবায়েদুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী কামাল হোসেন ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রবিবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ