নাঙ্গলকোটে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিজিএফ’র নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

নাঙ্গলকোটে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিজিএফ’র নগদ অর্থ বিতরণ

মাঈন উদ্দিন দুলাল- মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশের ন্যায় নাঙ্গলকোটের রায়কোট উত্তর, হেসাখাল, আদ্রা দক্ষিণ, রায়কোট দক্ষিণ ও বটতলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সোমবার ভিজিএফ এর নগদ অর্থ বিতরন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ও
কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র, গরীব হত-দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ (৪৫০টাকা)বিতরণ করা হয়েছে।রায়কোট উত্তর ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, সচিব গরীব নেওয়াজ, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল হাসান রনি। হেসাখাল ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, সচিব গোলাম মহিউদ্দিন, ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা কেফায়েত উল্লাহ। আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন চেয়ারম্যান আব্দুল ওহাব, সচিব সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন। রায়কোট দক্ষিণ ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল রহমান মজিব, সচিব আব্দুর রহিম, ট্যাগ অফিসার উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম চৌধুরী, ইউপি সদস্য জিয়াউল হক, আব্দুর
রশিদ, উদ্যোগক্তা কাজী ইকবাল, নাছির উদ্দিন। বটতলী ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম, সচিব উত্তম চন্দ্র বর্মণ, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার প্রমুখ।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ