প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোটের উত্তর শাকতলী গ্রামে পারিবারিক কলহের জেরে লাশ হলেন তাসলিমা আক্তার (২৭) নামে এক গৃহবধূ। বুধবার সন্ধ্যায় ওই নারীর লাশ উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। একই দিন বিকাল সৌয়া ৪টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায় বলে জানান স্বামী সাইফুল ইসলাম। পরে সাইফুল স্থানীয় পল্লী চিকিৎসক ফয়েজ আহম্মদকে নিয়ে আসলে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত সিরাজুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সাইফুল ইসলাম ১০ বছর পূর্বে বিয়ে করেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর গ্রামের তাসলিমা আক্তারকে। সাইফুল তাসলিমা দম্পতির ৯ বছরের এক পুত্র ও ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে। গত ১৫ দিন পূর্বে প্রবাসী সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে সাইফুল তার স্ত্রীর সাথে একই বাড়ির নুরুল ইসলাম বুলুর ছেলে সিএনজি অটোরিক্সা চালক আবদুর রহিমের সাথে পরকীয়া সম্পর্ক আছে দাবি করে। এ নিয়ে গত কয়েকদিন যাবৎ স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। বুধবার পৌনে ৪টার দিকে তাসলিমার ছেলে মোহাম্মদ সামির ঘরে প্রবেশ করে মাকে সিলিংয়ের সাথে ঝুলতে দেখে শোর চিৎকার করে। পরে ঘরের সামনে বসে থাকা স্বামী সাইফুল সহ পরিবারের লোকজন ছুটে এসে তাকে সিলিং থেকে নামায়। ঘটনার পর থেকে পরকীয়া অভিযুক্ত সিএনজি অটোরিক্সা চালক আবদুর রহিম পলাতক রয়েছে বলে জানা যায়। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক নিশাত বড়ূয়া বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করে প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech